ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং, দর কমেছে ১৯১ কোম্পানির

প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯১টির শেয়ারের দর কমেছে। দিনজুড়ে সবচেয়ে বড় দরপতনের শিকার হয়েছে প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৬.৪৫ শতাংশ কমে গেছে, যা দিনশেষে ডিএসইর দরপতনের শীর্ষে স্থান পেয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে বিডি ওয়েল্ডিং-এর। প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৬০ পয়সা বা ৫.৮৩ শতাংশ। এরপর তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, যার শেয়ার দর কমেছে ২০ পয়সা বা ৫.৫৬ শতাংশ।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে আরও কয়েকটি কোম্পানি। এর মধ্যে ফ্যামিলি টেক্সটাইল ৪.৩৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.০৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৮৫ শতাংশ, তুং হাই নিটিং ৩.৮৫ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৭৭ শতাংশ, ড্রাগন সোয়েটার ৩.৭৪ শতাংশ এবং শেপার্ড ইন্ডাস্ট্রিজ ৩.৭০ শতাংশ দর হারিয়েছে।

এদিনের ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা সতর্কতা ও উদ্বেগ দেখা গেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি স্থিতিশীল নীতিমালা এবং কোম্পানির প্রকৃত মৌলভিত্তির ওপর নজর দেওয়া জরুরি।