ডিএসইতে লেনদেন এক বছরের মধ্যে সর্বোচ্চ, সূচক ১০ মাসের রেকর্ড ছুঁলো

In শেয়ার বাজার
August 04, 2025

প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল বড় উত্থান দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স ১০ মাসের মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৫৩৬ পয়েন্টে পৌঁছেছে। লেনদেনের শুরু থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল এবং দিন শেষে ৯২.৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ও শরিয়াহ সূচক ডিএসইএসও যথাক্রমে বৃদ্ধি পেয়েছে। সূচকের উত্থানে ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা ও বিএসআরএম লিমিটেডের শেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে ২১৮টির দাম বেড়েছে, ১২২টির দাম কমেছে এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজার সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রের শুল্কহার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব এবং লেনদেন বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন। খাতভিত্তিক লেনদেনে ব্যাংক খাত ২৬.৫ শতাংশ লেনদেন নিয়ে শীর্ষে রয়েছে, বস্ত্র খাত ১৩.৩ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত ১১.৩ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত ৭.৪ শতাংশ লেনদেন দখল করেছে।

অন্যদিকে, জ্বালানি ও বিদ্যুৎ খাতের শেয়ার ৩.৩ শতাংশ রিটার্ন দিয়ে সবচেয়ে বেশি লাভজনক ছিল। সিরামিক, তথ্যপ্রযুক্তি ও সিমেন্ট খাতেও যথাক্রমে ২.৯, ২.৮ ও ২.৬ শতাংশ ইতিবাচক রিটার্ন দেখা গেছে। তবে সাধারণ বীমা খাতে ০.৪ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

চট্টগ্রামের পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স ১৭২.১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৪৯৮ পয়েন্টে এবং সব শেয়ার সূচক সিএএসপিআই ২৭০.১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৪২টির দাম বেড়েছে, ৬১টির কমেছে এবং ২৭টির অপরিবর্তিত রয়েছে। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ১০ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।