প্রতিবেদক: সরকার ক্ষুদ্র ও ই-কমার্সকেন্দ্রিক উদ্যোক্তাদের জন্য বিদেশে পণ্য রপ্তানি এবং রপ্তানির অর্থ দেশে আনার প্রক্রিয়া সহজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, উদ্যোক্তারা ইএক্সপি ফরম পূরণ ছাড়াই এক হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার পণ্য রপ্তানি করতে পারবেন।
রপ্তানির অর্থ বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর মাধ্যমে দেশে আনা যাবে। বাংলাদেশ ব্যাংক এই সুবিধা নিশ্চিত করতে গত সপ্তাহে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে উদ্যোক্তারা ৫০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার পণ্য ইএক্সপি ফরম ছাড়াই রপ্তানি করতে পারতেন। নতুন নিয়মে এটি দ্বিগুণ করে এক হাজার ডলার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, এই সুবিধা ক্ষুদ্র ও ই-কমার্স রপ্তানিকারকদের ডিজিটাল মাধ্যমে লেনদেন পরিচালনায় উৎসাহিত করবে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব রপ্তানির জন্য ইএক্সপি ফরমের প্রয়োজন নেই, সেই রপ্তানির আয় বিকাশ, নগদ ও রকেটের মতো লাইসেন্সপ্রাপ্ত এমএফএস ও পিএসপি-এর মাধ্যমে দেশে আনা যাবে। এতে ক্ষুদ্র ও অনলাইন রপ্তানিকারকদের জন্য রপ্তানি আয় গ্রহণ প্রক্রিয়া আরও সহজ হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এসব লেনদেন যথাযথ নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠান শুধুমাত্র তথ্যপ্রযুক্তি–সম্পর্কিত সেবা রপ্তানির আয় দেশে আনতে পারত, কিন্তু এখন তাদের কার্যপরিধি স্বল্পমূল্যের পণ্য রপ্তানি আয় প্রত্যাবাসনেও সম্প্রসারিত হয়েছে।