ঢাকায় বিওয়াইডির দ্বিতীয় বিক্রয়কেন্দ্র চালু, চট্টগ্রামে আসছে শিগগিরই

প্রতিবেদক: চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি  ঢাকায় তাদের দ্বিতীয় বিক্রয়কেন্দ্র চালু করেছে। রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে অবস্থিত নতুন এই বিক্রয়কেন্দ্রটি পরিচালনা করবে বিওয়াইডির আঞ্চলিক পরিবেশক নুর অটোস।

 শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টিভেন চেন, নুর অটোসের সিইও সানজিদ শাহনুর এবং এক্সপো এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিক, ব্যবসায়িক ও অটোমোবাইল শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেন।

অনুষ্ঠানে স্টিভেন চেন বলেন, “উত্তরায় আমাদের দ্বিতীয় বিক্রয়কেন্দ্র বাংলাদেশের পরিবহন খাতের ভবিষ্যৎ রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নুর অটোসের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। আমরা শিগগিরই চট্টগ্রামেও আমাদের কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছি।”

নুর অটোসের সিইও সানজিদ শাহনুর বলেন, “বিওয়াইডি বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক বাজারে অগ্রণী ভূমিকা রাখছে। এই প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতের পরিবহনব্যবস্থা দেখতে সবাইকে আমাদের শোরুমে আমন্ত্রণ জানাচ্ছি।”

এক্সপো এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, “বিশ্বমানের বৈদ্যুতিক গাড়ি বাংলাদেশি গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সাহসী পদক্ষেপ। আমরা আশাবাদী, ক্রেতারা এই প্রযুক্তিগত অগ্রগতিকে সাদরে গ্রহণ করবেন।”

উদ্বোধনী দিনে বিওয়াইডির তিনটি মডেল—সিল, অ্যাটো থ্রি এবং সিলায়ন সিক্স—প্রদর্শন করা হয়। বাংলাদেশে বিওয়াইডির একমাত্র অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেড, যারা বিশ্বমানের নিউ এনার্জি ভেহিকেল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।