প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির মহাখালীতে অবস্থিত কারখানাটি আগামী ১ জুলাই ২০২৫ থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বিএটিবিসি তাদের রেজিস্টার্ড অফিসের ঠিকানাও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে কার্যালয়টি মহাখালী থেকে সাভারের আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বলিভদ্রবাজারে স্থানান্তরিত হবে।
কোম্পানিটি কারখানা বন্ধ ও অফিস স্থানান্তরের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। তবে এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম এখন থেকে আশুলিয়া কেন্দ্রিকভাবে পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে।