
অনলাইন ডেক্স: আগামী ১৬ জানুয়ারি ঢাকা ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএল ২০২৫-এর চট্টগ্রাম পর্ব। এই পর্বটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ঐতিহাসিক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচের আগে স্টেডিয়ামজুড়ে চলছে জোর প্রস্তুতি। নতুন রূপে সাজানো হচ্ছে পুরো স্টেডিয়ামকে, যাতে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে পারেন এক ভিন্ন পরিবেশে।
স্টেডিয়ামের দুই পাশের গ্যালারির নামকরণ করা হয়েছে শহীদ আবু সৈয়দ কর্নার এবং শহীদ মুগ্ধ কর্নার নামে, যা চট্টগ্রামের ইতিহাস ও ক্রীড়াপ্রেমী জনগণের প্রতি শ্রদ্ধার নিদর্শন। বিশেষ করে ‘জুলাই বিপ্লব’-এর চেতনায় অনুপ্রাণিত হয়ে চট্টগ্রামের এই বিপিএল পর্বের আয়োজনে একটি উচ্ছ্বাসপূর্ণ আবহ তৈরি করা হয়েছে।
খাবারের মান নিয়ে প্রতিবারই দর্শকদের অভিযোগ থাকে। এবারের বিপিএলে সেই বিষয়টি বিশেষভাবে নজরে রেখেছে কর্তৃপক্ষ। দর্শকদের জন্য তৈরি করা হয়েছে নতুন ধরনের খাবারের স্টল। গুণগত মান নিশ্চিত করতে প্রতিটি স্টল মনিটরিংয়ের আওতায় থাকবে।
ভিআইপি বক্স এবং প্রেস বক্সও সাজানো হয়েছে নতুনভাবে। স্টেডিয়ামের পুরো গ্যালারিতে সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। অত্যাধুনিক প্রযুক্তি ও সাজসজ্জার মাধ্যমে ভিআইপি বক্সে অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ আয়োজন। রাতদিন পরিশ্রম করে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন, যাতে সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন হয়।
এছাড়া স্টেডিয়ামের আলোকসজ্জা, প্রবেশপথ, ও দর্শকদের বসার জায়গাগুলোতেও আনা হয়েছে পরিবর্তন। বিপিএল আয়োজক কমিটি ও চট্টগ্রাম স্টেডিয়াম কর্তৃপক্ষের লক্ষ্য, এমন একটি আয়োজন উপহার দেওয়া, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
বিপিএলের এই চট্টগ্রাম পর্বে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণ এবং উৎসাহ থাকবে তুঙ্গে। আশা করা হচ্ছে, নতুন সাজসজ্জা, উন্নত খাবার ব্যবস্থা, এবং প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ম্যাচগুলো বিপিএলের সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করবে।