তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে জোর, ৪৯১ উপজেলায় হবে ‘আইটি ট্রেনিং সেন্টার’

প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী ২০২৫-২৬ অর্থবছরে ১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এছাড়া, দেশের ৪৯১টি উপজেলায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণের লক্ষ্যে ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, ইতোমধ্যে সারা দেশের পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। পাশাপাশি, ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটিডি ‘স্কুল অব ফিউচার’ গড়ে তোলা হয়েছে, যা প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা এবং উদ্ভাবন উৎসাহিত করতে গত অর্থবছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪৯২টি প্রকল্পে প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।

এছাড়া, আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা এবং ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা কার্যক্রমের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনার পথ খুলে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।