
অনলাইন ডেক্স: অবশেষে তিনদিন বন্ধ থাকার পর খুলছে প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়ালস।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ইউনিট-২ এবং রবিবার (১৬ ফেব্রুয়ারি) বন্ধ হওয়া ইউনিট-১ পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ইউনিট-১ খুলে দেওয়ার শর্ত হিসেবে ইউনিট-২-এর সার্বিক কর্মপরিবেশ সুষ্ঠু ও অনুকূল রাখা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) কারখানা পুনরায় চালুর বিষয়ে এক নোটিশ জারি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. গোলাম দস্তগীর।
নোটিশে বলা হয়, শ্রমিকদের অন্যায্য দাবি ও অবৈধ ধর্মঘটের কারণে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছিল। তবে শ্রমিক, কর্মকর্তা ও কর্তৃপক্ষের আলোচনার পর এবং বেপজা কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের স্মারকলিপি দেওয়ার প্রেক্ষিতে কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) সিইপিজেডে প্যাসিফিক ক্যাজুয়ালসের ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ ঘোষণা করা হয়। তবে পরদিন সোমবার (১১ ফেব্রুয়ারি) কারখানা বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা।
পুনরায় কারখানা চালু হওয়ায় শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।