তিন মন্ত্রণালয়ের এক টাকাও খরচ হয়নি এডিপিতে

প্রতিবেদক: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে তিনটি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি। তাদের মোট ২০টি প্রকল্পে বরাদ্দ ছিল প্রায় ৪ হাজার ৯৩০ কোটি টাকা, কিন্তু এই বিপুল বরাদ্দ থাকা সত্ত্বেও ব্যয়ের অগ্রগতি শূন্য।

তিনটি মন্ত্রণালয় ও বিভাগ হলো—স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ,পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদবিষয়ক সচিবালয়।

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত জুলাই-সেপ্টেম্বর মেয়াদের এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আইএমইডি সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের এডিপিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মোট ১৪টি প্রকল্প রয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে ৪ হাজার ৮০৯ কোটি টাকা। কিন্তু বিভাগটি এ পর্যন্ত কোনো অর্থই ব্যয় করতে পারেনি।

একই অবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদবিষয়ক সচিবালয়েরও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ১২১ কোটি টাকা, আর সংসদ সচিবালয়ের একটি প্রকল্পে বরাদ্দ ২০ লাখ টাকা—কিন্তু এই দুই সংস্থাও এক টাকাও খরচ করতে পারেনি।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে সার্বিক এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ। এই সময়ে ব্যয় হয়েছে ১২ হাজার ১৫৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১ হাজার ৫৭ কোটি টাকা কম।

চলতি অর্থবছরে মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।