
প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় দাম বেড়েছে ২ হাজার ১৯২ টাকা। নতুন এ দামে ভালো মানের সোনার প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকায়। এই নতুন দাম আগামীকাল রোববার (১৬ জুন) থেকে কার্যকর হবে।
শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ ৬ জুন সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকায়, যা আজ শনিবার রাত পর্যন্ত কার্যকর ছিল। এর আগে ২৩ এপ্রিল ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বাড়ানো হয়েছিল, যা এখন পর্যন্ত দেশের বাজারে সোনার সর্বোচ্চ মূল্য। তখন ২২ ক্যারেটের ভরিপ্রতি দাম হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হবে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকায়। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকায়।
এর আগে আজ রাত পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকায়।
নতুন দামের হিসাবে, ২২ ক্যারেটে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ১৯২ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ১০০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় বেড়েছে ১ হাজার ৫২৮ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।