
প্রতিবেদক:গত তিন মাসে ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৫৪টি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৩২টি, যেখানে মোট আমানতের পরিমাণ ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে হিসাব সংখ্যা ছিল ১৬ কোটি ২০ লাখ ২৮ হাজার ২৫৫টি, এবং আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ২৫ হাজার ৩৩ কোটি টাকা। অর্থাৎ, তিন মাসে ব্যাংক হিসাব বেড়েছে ১২ লাখ ১৯ হাজার ২৭৭টি, এবং আমানত বেড়েছে ৪৫ হাজার ৬২৮ কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে ব্যাংক থেকে আমানত তুলে নিলেও পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ফের অর্থ জমা করতে শুরু করেছেন। ফলে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে। তবে, কোটিপতি হিসাব মানেই ব্যক্তি পর্যায়ের কোটিপতি নয়, বরং এসব হিসাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার টাকাও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর শেষে এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১টি, যা সেপ্টেম্বর শেষে ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭টি।