তেল মারার সংস্কৃতি’ থেকে বের হতে হবে:আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রতিবেদক: তেল মারার সংস্কৃতি’ ও রাজনৈতিক নিয়োগের চর্চা থেকে বেরিয়ে না আসলে অর্থনীতি বা শেয়ারবাজারে যত সংস্কারই হোক, তাতে কোনো দীর্ঘমেয়াদি সুফল আসবে না— মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইআরএফ এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

তিনি বলেন, ‘তেল দেওয়াটা একটা কালচার হয়ে গেছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে, বাংলাদেশে যত সংস্কারই হোক না কেন, কোনো লাভ হবে না। নিয়ন্ত্রক সংস্থাগুলোতে রাজনৈতিক নিয়োগ আর তোষামোদী আচরণ থেকে বের হতে না পারলে এগোনো সম্ভব নয়।’

অনুষ্ঠানে কয়েকজন বক্তা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ‘ভবিষ্যতের অর্থমন্ত্রী’ হিসেবে আখ্যা দিলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে দায়িত্ববান থাকার চেষ্টা করি। বিএনপি সরকারে থাকাকালে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি বলেই সেসময় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়নি।’

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য নীতিগত ও কাঠামোগত সংস্কার আনা হবে। কেবল সরকারি কয়েকটি প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করলেই সমস্যা সমাধান হবে না। সামগ্রিকভাবে বাজার সংস্কারে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।