দামের তুলনায় শক্তিশালী, তরুণদের ক্রেজ ‘নাথিং’ স্মার্টফোন

প্রতিবেদক: বাজারে নতুন মডেলের স্মার্টফোন এলে প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম হুমড়ি খেয়ে পড়ে। ঠিক তেমনই বাংলাদেশের বাজারে জনপ্রিয়তা পেয়েছে ‘নাথিং’ ব্র্যান্ডের স্মার্টফোন। মূল আকর্ষণ এর স্বচ্ছ পেছনের অংশ, যা দিয়ে ফোনের যন্ত্রপাতি দেখা যায়। গত কয়েক মাসে দাম কমার কারণে এই ফোনের চাহিদা আরও বেড়েছে।

চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ানপ্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২২ সালে ‘নাথিং ফোন ওয়ান’ বাজারে আনে। মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয় এর ব্যতিক্রমী নকশা এবং ‘গ্লিফ ম্যাট্রিক্স’ ব্যাক-লাইটিং। বাংলাদেশে নাথিং ফোনের আনুষ্ঠানিক পরিবেশক না থাকায় এটি বিভিন্ন উপায়ে বাজারে আসে, যার কারণে দামের ওঠানামা ঘটে। তবে কিছু বিক্রয় প্রতিষ্ঠান ফোনের ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে।

বাংলাদেশে নাথিং ফোনের বিভিন্ন মডেল পাওয়া যাচ্ছে। যেমন, নাথিং ফোন থ্রি ১ লাখ ১০ হাজার টাকায়, থ্রিএ ৩৩,৫০০ টাকা, থ্রিএ প্রো ফাইভ-জি ৩৮,৯০০ টাকা, থ্রি ফাইভ-জি ৭২,০০০ টাকা, এবং সিএমএফ বাই নাথিং ওয়ান ও টু প্রো যথাক্রমে ২৪,৫০০ ও ২৬,২০০ টাকায়। রাজধানীর উত্তরার বাসিন্দা রাকিবুল ইসলাম ২৮,৬০০ টাকায় ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সিএমএফ টু প্রো কিনেছেন। তিনি বলেন, দাম অনুযায়ী এটি ভালো ফোন, তবে চার্জিং ক্ষমতা ৪৫ ওয়াট হলে আরও ভালো হতো।

স্মার্টফোনের প্রযুক্তি বৈশিষ্ট্যও আকর্ষণীয়। সিএমএফ বাই নাথিং ওয়ান-এ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে (১২০ হার্টজ), অ্যান্ড্রয়েড ১৪, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট, অক্টা-কোর প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। আর থ্রিএ প্রো ফাইভজি-তে ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেনএস জেন থ্রি চিপসেট, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩.১, ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

নাথিং ফোনের জনপ্রিয়তার মূল কারণ হলো দক্ষ সফটওয়্যার কার্যকারিতা ও ব্যতিক্রমী নকশা। কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিক্রয় নির্বাহী আশিকুর রহমান জানান, ব্যবহারকারীরা ফোনের ব্যবহার-পরবর্তী অভিজ্ঞতাও ইতিবাচক জানিয়েছেন। প্রতিদিন গড়ে ৫–৬টি ফোন বিক্রি হচ্ছে, কখনও কখনও সংখ্যাটি আরও বেশি।