
প্রতিবেদক: দিনাজপুরের হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। গতকাল বাজারে গিয়ে দেখা গেছে, এক সপ্তাহ আগে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৩০-৩৫ টাকা, যা বর্তমানে বেড়ে ৫০-৫৫ টাকায় পৌঁছেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে, তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমতে পারে।
পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, “সরবরাহ কম থাকায় দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় কিছুদিন ধরেই দেশী পেঁয়াজ দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে। এছাড়া, দেশী পেঁয়াজের সরবরাহও কমে গেছে।”
অন্য এক বিক্রেতা শাকিল খান জানান, “মৌসুম শেষের দিকে হওয়ায় দেশী পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় কিছুটা কমে গেছে। এই কারণে দাম ঊর্ধ্বমুখী। মোকামে আগে তিন থেকে পাঁচ ট্রাক পেঁয়াজ আসত, এখন তা এক-দুই ট্রাকে নেমে এসেছে। এর আগে মোকামে প্রতি মণ পেঁয়াজের দাম ছিল ১,২০০ থেকে ১,৪০০ টাকা, যা বর্তমানে বেড়ে ১,৮০০ থেকে ২,০০০ টাকায় পৌঁছেছে। এর সঙ্গে সমন্বয় রেখে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে।”
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে হাট ও বাজারে অভিযান পরিচালনা করছি। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের তথ্য যাচাই করা হচ্ছে। যদি কোনো ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর অভিযোগে অভিযুক্ত হন এবং এটি প্রমাণিত হয়, তাহলে তাকে জরিমানা করা হবে।