দুই ব্যবসায়িক সংগঠনে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়

প্রতিবেদক: বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য সংগঠন–এর মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে এবং উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংগঠনটি লাইসেন্সপ্রাপ্ত হলেও বর্তমান কমিটি সংগঠনকে সুপ্ত অবস্থায় ফেলে রেখেছে বলে অভিযোগ রয়েছে।

ভোটার তালিকা তৈরিতে ত্রুটি, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া এবং নির্বাচনী তফসিল বিধিমালা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।এফবিসিসিআই-এর সালিশি ট্রাইব্যুনালও এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ ঘোষণা করেছে।

এসব বিবেচনায়, সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে শায়লা ইয়াসমিনকে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনটির বর্তমান কমিটি এফবিসিসিআই-এর সালিশি ট্রাইব্যুনালের আদেশ অমান্য করে নির্বাচন আয়োজন করেছে।সংঘবিধি অনুসরণ না করেই নির্বাচন করায় তা ত্রুটিপূর্ণ ও বিতর্কিত হয়েছে বলে মন্তব্য করা হয়।

ফলে সংগঠনের বর্তমান কমিটি বাতিল করে উপসচিব মো. আব্দুল মালেককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকেও ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।