
প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন আয়কর বিভাগের কমিশনার গোলাম কবির এবং বোর্ডের সদস্য আবু সাইদ মোহাম্মদ মোশতাক। এনবিআর–সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আয়কর অঞ্চল-৫-এ দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন ওই দুই কর্মকর্তা। এ ছাড়া কর ফাঁকি দিয়ে আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিট্যান্স হিসেবে দেখানোর ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত দুই কর্মকর্তা তখন একই কর্মস্থলে কর্মরত ছিলেন।
কবির ও মোশতাক দুজনেরই চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে। এই প্রেক্ষিতে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী এনবিআর তাদের বাধ্যতামূলক অবসরে পাঠায়।
এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এনবিআর তার সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।