
অনলাইন ডেক্স: দেশের দুর্বল ব্যাংকগুলোর অবসায়নে ‘ব্রিজ ব্যাংক’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্সের খসড়ায়, যা বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত করেছে। মতামত গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়েছে।
‘ব্রিজ ব্যাংক’ হলো একটি অস্থায়ী প্রতিষ্ঠান, যা কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে ব্যর্থ ব্যাংকগুলোর কার্যক্রম বজায় রাখার জন্য, যতক্ষণ না নতুন ক্রেতা পাওয়া যায়। এই প্রক্রিয়ায় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা হয়।
প্রস্তাবিত আইনে সংকটে থাকা ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ‘ব্রিজ ব্যাংক’ প্রতিষ্ঠার ক্ষমতা পাবে। এছাড়া, বাংলাদেশ ব্যাংক ব্যর্থ ব্যাংকগুলোর জন্য অস্থায়ী প্রশাসক নিয়োগ করতে পারবে, যারা ব্যাংকের স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় কাজ করবে।
এ আইনের আওতায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে রেজল্যুশন প্রক্রিয়াধীন ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় হস্তান্তর করতে পারবে এবং সংকটে থাকা ব্যাংকের অংশীদারদের শেয়ার হস্তান্তরে বাধা দিতে পারবে, যা দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করবে।
রাষ্ট্রপতির অনুমোদন পেলে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স কার্যকর হলে দেশের আর্থিক খাত স্থিতিশীল হবে, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত হবে এবং অকার্যকর ব্যাংকগুলোর সুশৃঙ্খল ব্যবস্থাপনা সম্ভব হবে।