
প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের মুদ্রার মান বাংলাদেশ থেকেই নির্ধারিত হবে এবং যৌক্তিক কারণ ছাড়া এক পয়সাও অবমূল্যায়নের সুযোগ নেই। এ জন্য তিনি দেশের অর্থনৈতিক অংশীজনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘গুগল পে’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, “বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, তবে এই সম্ভাবনা নষ্ট করার সুযোগও সীমাহীন। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক আগামী জানুয়ারি থেকে ‘রিস্ক বেজ সুপারভিশন’ চালু করবে বলে জানান গভর্নর। তিনি বলেন, “ইতোমধ্যে ২০টি ব্যাংকে এ সুপারভিশন পরিচালনা করা হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
মুদ্রানীতি প্রসঙ্গে গভর্নর বলেন, মূল্যস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, তবে স্বাভাবিক পর্যায়ে যেতে আরও সময় লাগবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করাকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কয়েকটি ব্যাংক একীভূত (মার্জার) করার পরিকল্পনা নিয়েছে। তবে তিনি আশ্বস্ত করেন, এতে আমানতকারীদের কোনো ক্ষতি হবে না। বর্তমান ব্যাংক থেকেই তাঁরা স্বাভাবিক সেবা নিতে পারবেন।
একই অনুষ্ঠানে বাংলাদেশে গুগল পে-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহায়তায় এই সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি, যা দেশের প্রথম ব্যাংক হিসেবে গুগল পে’র সঙ্গে যুক্ত হলো।
প্রথম পর্যায়ে শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকরা গুগল ওয়ালেটের মাধ্যমে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্যান্য ব্যাংক যুক্ত হলে সেবাটি আরও বিস্তৃত হবে।
গুগল পে ব্যবহারে গ্রাহকেরা দেশে ও বিদেশে যেকোনো POS (Point of Sale) টার্মিনালে স্মার্টফোন ট্যাপ করেই লেনদেন করতে পারবেন, ফলে আর কার্ড বহনের প্রয়োজন হবে না। সেবাটি কোনো ট্রানজেকশন ফি নেয় না এবং নিরাপত্তার জন্য কার্ডের বদলে ‘টোকেন’ ব্যবহৃত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, সিইও মাসরুর আরেফিন, মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন, মাস্টারকার্ড ও ভিসার শীর্ষ কর্মকর্তারা।
সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের ভবিষ্যতমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। গুগল পে চালুর মাধ্যমে সিটি ব্যাংক আবারও প্রমাণ করল, আমরা ডিজিটাল উদ্ভাবনের অগ্রদূত।”