
প্রতিবেদক: বৈশ্বিক বাজারে সোনার দামের অস্থিরতার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এক দিনের ব্যবধানেই আবারও ভরিতে প্রায় ১ হাজার ৯০০ টাকা বেড়েছে সোনার দাম। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার রাতে সোনার নতুন দাম বাড়ানোর ঘোষণা দেয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় নতুন দর সমন্বয় করা হয়েছে। এ দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
এর আগে রোববারই ভরিতে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। তবে মঙ্গলবার থেকে নতুন রেকর্ড দামে বিক্রি হবে সোনা।
২২ ক্যারেট (ভালো মানের) সোনা: ভরিতে ১,৯১,১৯৬ টাকা
২১ ক্যারেট সোনা: ভরিতে ১,৮২,৪৯৫ টাকা
১৮ ক্যারেট সোনা: ভরিতে ১,৫৬,৪২৬ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ভরিতে ১,১৯,৭৯৭ টাকা
অন্যদিকে আজ সোমবার পর্যন্ত ভরিতে ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১,৮৯,৩০৭ টাকায়, ২১ ক্যারেট ১,৮০,৬৯৯ টাকায়, ১৮ ক্যারেট ১,৫৩,৮৮৬ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ১,২৮,৪৭৯ টাকায়। অর্থাৎ মঙ্গলবার থেকে ২২ ক্যারেটে ভরিতে ১,৮৮৯ টাকা, ২১ ক্যারেটে ১,৭৯৬ টাকা, ১৮ ক্যারেটে ১,৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১,৩১৮ টাকা বাড়ছে।
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলে বিনিয়োগকারীরা সোনায় ঝুঁকেন। এতে সোনার দামে দ্রুত ঊর্ধ্বগতি দেখা দেয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়, ২০২০ সালের আগস্টে বিশ্ববাজারে আউন্সপ্রতি সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়ায়। আবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়। তখন সোনার দাম এক পর্যায়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার পর্যন্ত পৌঁছে যায়।