
প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩ জুলাই বুধবার থেকে নতুন দামে সোনা বিক্রি হবে। নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর ফলে ২১ ক্যারেটের সোনার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৭৯৬ টাকা, যা নতুন দামে হবে ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা। ১৮ ক্যারেটের সোনায় দাম বেড়েছে ১ হাজার ৫৩৯ টাকা, যা নতুন করে হবে ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৩১৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা।
এর আগে সর্বশেষ গত ২৮ জুন দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। ওই দিন ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। আজ মঙ্গলবার রাত পর্যন্ত সেই দামই কার্যকর ছিল।
দেশে এর আগেও সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল চলতি বছরের ২৩ এপ্রিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।
তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে বাজুস।