দেশের বাজারে সোনার নতুন রেকর্ড

প্রতিবেদক: দেশের বাজারে আবার বাড়ানো হলো সোনার দাম। এবার ভরিতে বাড়ছে ১ হাজার ৫০ টাকা। এতে ২২ ক্যারেটের হলমার্ক করা এক ভরি সোনার নতুন দাম দাঁড়াবে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার (২৪ জুলাই) থেকে সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে সর্বশেষ গত ৭ জুলাই বাজুস সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৫০০ টাকা কমিয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। আর এর আগের ২৩ এপ্রিল ভরিতে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায় ওঠে সোনার দাম, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনা ভরিতে বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়। পূর্বের দামের তুলনায় ২২ ক্যারেটে ১,০৫০ টাকা, ২১ ক্যারেটে ১,০৪৯ টাকা, ১৮ ক্যারেটে ৮৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা করে দাম বাড়ানো হয়েছে।

তবে সোনার দামের এই বাড়বাড়ন্তের মধ্যেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের হলমার্ক করা এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৭ টাকা রয়েছে।