দেশের ১৮ শতাংশ মানুষ যেকোনো সময় দারিদ্র্যের কবলে পড়তে পারে

প্রতিবেদক: বাংলাদেশে দারিদ্র্যের হার তিন বছরের মধ্যে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বর্তমানে প্রতি ১০ জনের মধ্যে একজন চরম দারিদ্র্যে ভুগছেন। এছাড়া প্রায় ১৮ শতাংশ মানুষ এমন আর্থিক অবস্থায় রয়েছেন যে যেকোনো মুহূর্তে তারা দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন।

এই তথ্য এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) পরিচালিত একটি জাতীয় পর্যায়ের সমীক্ষা থেকে। সমীক্ষায় দেখা গেছে, শুধু দারিদ্র্যই নয়, অতি দারিদ্র্যের হারও বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী ২০২২ সালে অতি দারিদ্র্যের হার ছিল ৫.৬ শতাংশ, যা তিন বছরের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশে।

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে গতকাল এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। ‘ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান গবেষণার ফলাফল তুলে ধরেন। তিনি জানান, মে মাসে দেশের ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জনের মতামতের ভিত্তিতে এই গবেষণা সম্পন্ন হয়েছে এবং এতে অর্থ মন্ত্রণালয় অর্থায়ন করেছে।