দেশে পাম তেলের দাম লিটারপ্রতি ১৫০ টাকায় নেমে এলো

প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় দেশের ভোক্তাপর্যায়ে লিটারপ্রতি ১৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আজ মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি লিটার পাম তেলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশের মোট ভোজ্যতেলের প্রায় ৬০ শতাংশই পাম তেলের মাধ্যমে সরবরাহ হয়। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় স্থানীয় বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকায় দেশে এর মূল্যেও কোনো পরিবর্তন আসেনি।”

এর আগে সর্বশেষ ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল।