
প্রতিবেদক: বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার দেশে ও বিদেশে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ হয়েছে ২৯৭ কোটি টাকা, যা জানুয়ারির তুলনায় ১৬ কোটি টাকা বা প্রায় ৫ শতাংশ কম। একই সময়ে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ কমেছে ৬২ কোটি টাকা বা প্রায় ১৬ শতাংশ, জানুয়ারির ৪৪৬ কোটি টাকার বিপরীতে ফেব্রুয়ারিতে এ খরচ ছিল ৩৮৪ কোটি টাকা।
অন্যদিকে, বাংলাদেশে বসবাসকারী বা ভ্রমণে আসা বিদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে। জানুয়ারিতে যেখানে তারা খরচ করেছিলেন ২৫৩ কোটি টাকা, ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ২৬৮ কোটি টাকায়। অর্থাৎ বিদেশিদের খরচ এক মাসে বেড়েছে ১৫ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রেডিট কার্ড ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে বাংলাদেশি কার্ডধারীদের সর্বোচ্চ খরচ যুক্তরাষ্ট্রে, যেখানে ফেব্রুয়ারিতে খরচ হয়েছে ৫২ কোটি টাকা। অথচ ২০২৪ সালের জুনে এই তালিকার শীর্ষে ছিল ভারত, যেখানে তখন খরচ হয়েছিল ৯২ কোটি টাকা। বর্তমানে ভারতে খরচ কমে এসে দাঁড়িয়েছে ২৯ কোটি টাকায়, জানুয়ারিতে যা ছিল ৩৩ কোটি।
ফেব্রুয়ারিতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের বিদেশ ব্যবহারে দ্বিতীয় অবস্থানে ছিল থাইল্যান্ড, যেখানে খরচ হয়েছে ৪৭ কোটি টাকা। জানুয়ারিতে এ খরচ ছিল ৬৪ কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর, যেখানে ফেব্রুয়ারিতে খরচ হয়েছে ৩৯ কোটি টাকা, জানুয়ারিতে ছিল ৩৮ কোটি।
বিশ্লেষকরা বলছেন, ভারতের ভিসা নীতিতে কড়াকড়ি, চিকিৎসা ও ভ্রমণ খাতে বিকল্প গন্তব্যের সন্ধান এবং ক্রেডিট কার্ডের সুদহার বৃদ্ধিই এই খরচ কমার প্রধান কারণ। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে দিনসংখ্যা কম থাকাও সামগ্রিক ব্যয় হ্রাসে ভূমিকা রেখেছে।