দ্বিতীয় দিনের মতো এনবিআরে শাটডাউন কর্মসূচি, ঢিলেঢালা নজরদারি

প্রতিবেদক: দ্বিতীয় দিনের মতো আজ রোববারও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দেশের সব শুল্ক-কর কার্যালয়ে শাটডাউন কর্মসূচি চলছে। এর আগে গতকাল শনিবার সারা দেশে দিনভর পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালিত হয়।

রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত আন্দোলনকারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। প্রধান ফটকের প্রবেশেও কিছুটা শিথিলতা দেখা গেছে। কর্মকর্তারা পরিচয়পত্র দেখিয়ে ভবনে প্রবেশ করছেন।

অন্যদিকে নিরাপত্তার জন্য নিয়োজিত র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিও আজ কিছুটা কম। গতকাল যেখানে কেউ ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি, সেখানে আজ বটতলার পাশে এনবিআরের কিছু কর্মকর্তাকে অবস্থান নিতে দেখা গেছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, ‘সকাল ১০টা পর্যন্ত এনবিআরের কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দেওয়ার নির্দেশনা আছে। অফিস সময় সকাল ৯টা হলেও এখনো কেউ কেউ আসছেন, আমরা পরিচয়পত্র দেখে ভেতরে ঢুকতে দিচ্ছি।’

এদিকে এনবিআরের কর্মকর্তাদের দাবি, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আরও অনেক কর্মকর্তা আন্দোলনে অংশ নেবেন। গতকালও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শুল্ক-কর অফিস থেকে রাজধানীর দিকে মিছিল করেন আন্দোলনকারীরা।

ফলে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টমস হাউসসহ দেশের প্রায় সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কার্যক্রম বন্ধ ছিল। ফলে কার্যত শুল্ক-কর আদায় স্থগিত হয়ে গেছে।

গতকাল দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আজও ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলবে। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান, তবে শর্ত হলো—আলোচনার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।

আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান এনবিআর চেয়ারম্যান চলমান রাজস্ব সংস্কার প্রক্রিয়ায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের উপেক্ষা করছেন এবং উল্টো তাঁদের দমন-পীড়ন করছেন।