
প্রতিবেদক: দেশের মানুষ নানা আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছে। পিপিআরসি’র সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০ শতাংশ মানুষ উদ্বিগ্ন। তবে হয়রানির শিকারদের মধ্যে ৭৪ শতাংশের মতে সরকারি সেবা নিতে টাকা ছাড়া কিছু হয় না।
জরিপটি মে মাসে দেশের ৮ হাজার ৬৭টি খানায় অনুষ্ঠিত হয়। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান ভার্চ্যুয়াল আলোচনায় ফলাফল তুলে ধরেন। এতে দেখা গেছে, প্রায় ২০ শতাংশ মানুষ আর্থিক সংকটে আছে, যার মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয় ও ২৭ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সমস্যায় ভুগছেন।
ঘুষের প্রবণতা কমলেও হয়রানি প্রবণতা এখনো উল্লেখযোগ্য। সরকারি সেবা নিতে ৭১ শতাংশ মানুষ, স্বাস্থ্যসেবায় প্রায় ৪৯ শতাংশ মানুষ হয়রানির শিকার। এই প্রথম জরিপে এসব বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
মানুষের উদ্বেগের মধ্যে রয়েছে—দ্রব্যমূল্য (৭০%), সন্তানের শিক্ষা (৬৫%), কিশোর অপরাধ (৫৫%) ও মাদক (৫৬%)। ব্যক্তিগত ও সামাজিক আকাঙ্ক্ষায় ৫৩ শতাংশ মানুষ সামাজিক সম্মান, আর অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবার উন্নতি চায়। রাজনৈতিক আকাঙ্ক্ষায় ৫৬ শতাংশ মানুষ দুর্নীতি প্রতিরোধে গুরুত্ব দিচ্ছেন।
বিশেষজ্ঞরা মন্তব্য করেন, রাষ্ট্র কাঠামোগতভাবে অপ্রাতিষ্ঠানিক হওয়ায় সুবিধা পাচ্ছে সংগঠিত গোষ্ঠী, সাধারণ জনগণ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কর্মসংস্থান কম, বিদেশে যাওয়ার সুযোগ সীমিত, শিক্ষার্থীরা শিক্ষার অভাবে পড়ছে—এসব কারণে সামাজিক চাপ বাড়ছে। এছাড়া সমাজে চরমপন্থার প্রবণতা দেখা দিতে পারে, যা ধর্মীয় বা অন্য কোনো আন্দোলনে রূপ নিতে পারে।
গবেষকরা মনে করছেন, মানুষের ক্ষোভের মূল কারণ কেবল অর্থ নয়, বরং অপ্রাতিষ্ঠানিক সেবা এবং হয়রানি। শহরে এটি বেশি দেখা যাচ্ছে। তাই জরিপ প্রতিবছর পরিচালনা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে সমাজের মনস্তাত্ত্বিক অবস্থা ও উদ্বেগ পর্যবেক্ষণ করা যায়।