নওগাঁ ও কুষ্টিয়ায় চালের দাম কমছে, প্রভাব পড়ছে খুচরা বাজারেও

অনলাইন ডেক্স: দেশের বিভিন্ন মোকাম থেকে সরবরাহ করা চালের বড় অংশ আসে নওগাঁ ও কুষ্টিয়া থেকে। দুই জেলাতেই চালের দাম নিম্নমুখী। গত দুই সপ্তাহে নওগাঁর মোকামে চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা কমেছে, আর কুষ্টিয়ায় কমেছে ৫০ পয়সা। পাইকারি দামের এই পরিবর্তন দেশের খুচরা বাজারেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

মিলমালিক ও পাইকারদের মতে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএসের (খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি) মাধ্যমে চাল বিক্রি, এবং চাল আমদানি বৃদ্ধির ফলে দাম কমেছে। পাশাপাশি, গ্রাম পর্যায়ে চাল সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারেও স্থিতিশীলতা এসেছে।

নওগাঁয় ৮০টি অটো রাইস মিল ও ৮০০টির বেশি হাসকিং মিল থাকায় এখানকার মোকামের পরিবর্তন সারাদেশে প্রভাব ফেলে। গত দুই সপ্তাহে মোকামে প্রতি ৫০ কেজির বস্তায় চালের দাম ১০০ থেকে ২০০ টাকা কমেছে, ফলে খুচরা পর্যায়ে কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা কমে গেছে।

মোটা চাল স্বর্ণা-৫ ও গুটি স্বর্ণা জাতের প্রতি বস্তা ২,৫০০ – ২,৫৫০ টাকা (আগে ২,৬৫০ – ২,৭৫০ টাকা)
মাঝারি চাল উনপঞ্চাশ জাতের প্রতি বস্তা ২,৮০০ – ২,৯০০ টাকা (আগে ২,৯০০ – ৩,১০০ টাকা)
সরু চাল জিরাশাইল প্রতি বস্তা ৩,২০০ – ৩,৩০০ টাকা, কাটারিভোগ ৩,৩০০ – ৩,৪০০ টাকা

খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। বর্তমানে মোটা চাল কেজিপ্রতি ৫৫-৫৬ টাকা, মাঝারি চাল ৫৮-৬০ টাকা, আর সরু চাল ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

কুষ্টিয়ার খাজানগর মোকামে গত কয়েক দিনে চালের দাম ৫০ পয়সা কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, চাহিদা কম থাকায় বিক্রি কমে গেছে। বর্তমানে মিনিকেট চাল মানভেদে কেজিপ্রতি ৭৮-৭৯ টাকা বিক্রি হচ্ছে, যা ২০ দিন আগে ছিল ৭৪ টাকা।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান বলেন, “আমদানি করা চালের কারণে দেশি চালের চাহিদা কমেছে, তাই বেচাকেনাও কমেছে। রোজার আগে চালের দাম স্থিতিশীল থাকতে পারে।”

খুচরা বাজারে দাম কমলেও ভোক্তারা মনে করছেন, এখনও চালের দাম নিম্নবিত্তের নাগালের বাইরে। চাল কিনতে আসা গৃহবধূ ছানোয়ারা বেগম বলেন, “গত বছর এই চালের দাম ছিল ৪৮ টাকা, এখন ৫৫ টাকা। সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে রাখা হয়। সরকার চাইলে আরও কমাতে পারে।”

অন্যদিকে, চাল ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মনে করেন, “খোলাবাজারে কম দামে চাল বিক্রির কারণে মোকামের চাহিদা কমেছে, তাই আমরাও খুচরা পর্যায়ে দাম কিছুটা কমাতে পেরেছি।

নওগাঁর মোকামে চালের দাম কমেছে ২-৪ টাকা, কুষ্টিয়ায় ৫০ পয়সা
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ও আমদানি বৃদ্ধির ফলে দাম কমতির দিকে
পাইকারিতে দাম কমায় খুচরা বাজারেও কেজিপ্রতি ২-৩ টাকা পর্যন্ত কমেছে
রোজার আগে চালের দাম স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা মিলমালিকদের

চালের বাজারে এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে ভোক্তারা কিছুটা স্বস্তি পেতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।