নতুন প্রযুক্তি ও সম্ভাবনার সাথে প্লাস্টিক শিল্পের অগ্রযাত্রা

অনালিন ডেক্স: ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)  শুরু হচ্ছে ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ২০২৫। চার দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

১৭তম এ আয়োজনে ৮০০টিরও বেশি স্টল থাকবে, যেখানে ১৮টি দেশ থেকে ৩৯০টিরও বেশি ব্র্যান্ড অংশগ্রহণ করবে। চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবে।

শামীম আহমেদ আরও জানান, বর্তমানে বাংলাদেশের প্লাস্টিক পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ চীন, ভারত, নেপালসহ ১২৬টি দেশে রফতানি হচ্ছে। প্লাস্টিক খাতের প্রবৃদ্ধি প্রতি বছর ২০ শতাংশ হারে বাড়ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, বিপিজিএমইএর সিনিয়র সহসভাপতি কেএম ইকবাল হোসেন, সহসভাপতি কাজী আনোয়ারুল হক, পরিচালক এটিএম সাঈদুর রহমান বুলবুল এবং ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের আইপিএফ কো-অর্গানাইজার ও ওভারসিজ ডিরেক্টর আকাই লিন।