নতুন বিনিয়োগে প্রধান বাধা গ্যাস সংকট: আব্দুল হাই সরকার

প্রতিবেদক: বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি এবং বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেছেন, দেশে নতুন শিল্প বিনিয়োগের সবচেয়ে বড় বাধা এখন গ্যাস সংকট। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অবকাঠামো ঘাটতি, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও, এগুলোর মধ্যে কোনোটাই গ্যাস সংকটের মতো বড় বাধা নয়।

আব্দুল হাই সরকারের মতে, গ্যাস সংকট নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে তা চরম পর্যায়ে পৌঁছেছে। শিল্প এলাকায় গ্যাসের চাপ এতটাই কম যে, অনেক সময় জেনারেটর চালানোর মতো ন্যূনতম চাপও থাকে না। বর্তমানে শিল্পকারখানাগুলো তাদের চাহিদার মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ গ্যাস পাচ্ছে। ফলে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, তারপর ডায়িং, কাটিং, ওয়াশিং এবং পোশাক উৎপাদন— প্রতিটি ধাপে মারাত্মক ব্যাঘাত ঘটছে। উৎপাদন গড়ে ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে, যা শিল্প খাতের টিকে থাকার জন্য হুমকিস্বরূপ।

এই সংকট সামাল দিতে অনেকে বিকল্প হিসেবে ডিজেল ও বিদ্যুৎচালিত জেনারেটরের ওপর নির্ভর করছেন। তবে আব্দুল হাই সরকার জানান, এতে উৎপাদন খরচ তিন গুণ বেড়ে যায় এবং দীর্ঘ সময় ধরে ভারী শিল্পে এই ব্যবস্থা কার্যকর রাখা সম্ভব নয়। কিছু উদ্যোক্তা মাঝে মাঝে সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে কাজ চালানোর চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী সমাধান নয়।

তিনি বলেন, দেশের তৈরি পোশাক খাত ইতোমধ্যেই একটি শক্তিশালী কাঠামো তৈরি করেছে, যেখানে নতুন বিনিয়োগ আনতে বিশেষ কোনো প্রচেষ্টার প্রয়োজন পড়ত না। শুধুমাত্র লাভের সম্ভাবনার কারণেই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসতেন। কিন্তু গ্যাস সংকটের কারণে সেই সম্ভাবনা আজ মুখ থুবড়ে পড়েছে। এই সমস্যা সমাধান না করে অন্য কোনো পদক্ষেপ নেওয়া হলে তা ফলপ্রসূ হবে না। অতীতেও এ ধরনের পদক্ষেপ ব্যর্থ হয়েছে।

আব্দুল হাই সরকার আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যেমন সিলেট, ভোলা কিংবা সমুদ্রের তলদেশে গ্যাস রয়েছে— এসব এলাকায় অনুসন্ধান জোরদার করতে হবে। গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও সরবরাহে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও অভিজ্ঞ প্রতিষ্ঠানকে যুক্ত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। কারণ, দেশীয় গ্যাস উত্তোলন ছাড়া এই সংকট থেকে উত্তরণের ভালো কোনো বিকল্প নেই।