
প্রতিবেদক: নিজের একটি বাড়ি বা ফ্ল্যাট থাকা সবার কাছেই স্বপ্নের মতো। আর সেই বাড়ি–ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন যদি অনলাইনে সম্পূর্ণ করা যায়, তবে গ্রাহকদের জন্য সেটি আরও সহজ হয়ে যায়। দেশের বেসরকারি খাতের পূবালী ব্যাংক এখন আবাসন ঋণের আবেদন অনলাইনে গ্রহণ করছে। অনলাইনে জমা দেওয়া যাচ্ছে প্রয়োজনীয় নথিপত্র, যা যাচাই করে ব্যাংক সিদ্ধান্ত নেবে। আবেদনকারী যোগ্য হলে ঋণ ছাড় দেওয়া হবে। এতে একদিকে গ্রাহকের ভোগান্তি কমেছে, অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতার অবসান হয়েছে।
বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বাধিক শাখা, উপশাখা ও এটিএম নেটওয়ার্ক রয়েছে পূবালী ব্যাংকের। এজন্য তারা নিজেদেরকে দেশের সর্ববৃহৎ নেটওয়ার্কের ব্যাংক বলে পরিচয় দেয়। টিনশেড থেকে বহুতল ভবন নির্মাণ, বিদ্যমান ফ্ল্যাট বা বাড়ি সম্প্রসারণ ও সংস্কারের জন্য ব্যাংকটি আবাসন ঋণ দিয়ে থাকে। এ ঋণের পরিমাণ সর্বনিম্ন দুই লাখ টাকা থেকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে। সুদের হার সাড়ে ১৩ থেকে ১৪ শতাংশের মধ্যে।
ঋণের আবেদন করা যাবে সহজ প্রক্রিয়ায়। পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফ্ল্যাট কেনা, ভবন নির্মাণ বা সংস্কারের যেকোনো ঋণের জন্য আবেদন করা যায়। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি (একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড) গ্রহণ করে আবেদন শুরু করতে হবে। মোট ৯ ধাপে তথ্য জমা দিতে হয়। এজন্য আবেদনের আগে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে রাখা উত্তম। ধাপে ধাপে ব্যক্তিগত তথ্য, পরিচয় ও যোগাযোগের মাধ্যম, চাকরির তথ্য, ঋণ নেওয়ার কারণ, আয়, জামিনদার ও রেফারেন্সের তথ্য, এবং কত টাকার ঋণ নিতে চান তা পূরণ করতে হয়।
আবেদন জমা দেওয়ার পর ব্যাংক নথিপত্র যাচাই করবে। কোনো ঘাটতি থাকলে আবেদনকারীকে জানানো হবে। আবেদন গৃহীত হলে ব্যাংক যোগাযোগ করে ঋণ ছাড় করবে।
এ ঋণের জন্য যেকোনো বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে করদাতা এবং স্থিতিশীল আয়ের উৎস থাকতে হবে। বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে এবং ঋণ মেয়াদ শেষে বয়স ৭০ বছরের বেশি হওয়া যাবে না। এছাড়া সম্পদ কেনা বা নির্মাণে গ্রাহকের নিজস্ব অংশ হতে হবে কমপক্ষে ৩০ শতাংশ। ঋণের মেয়াদ সর্বোচ্চ ২৫ বছর।
প্রক্রিয়াকরণ মাশুল হিসেবে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ঋণের দশমিক ৫০ শতাংশ বা সর্বোচ্চ ১৫ হাজার টাকা দিতে হবে। ৫০ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে এ হার হবে দশমিক ৩০ শতাংশ বা সর্বোচ্চ ২০ হাজার টাকা। ঋণ নেওয়ার পর আগাম বা আংশিক পরিশোধের সুযোগও রয়েছে। আংশিক পরিশোধে মাশুল হবে ঋণের পরিমাণের দশমিক ২৫ শতাংশ বা সর্বোচ্চ ১০ হাজার টাকা। তবে আগাম পুরো ঋণ পরিশোধ করলে কোনো মাশুল দিতে হবে না।
তাই আর দেরি না করে আজই অনলাইনে আবেদন করুন পূবালী ব্যাংকের আবাসন ঋণের জন্য।