নিয়মিত আয় নেই এমন বিনিয়োগকারীদের মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ টাস্কফোর্সের

প্রতিবেদক: যেসব বিনিয়োগকারীদের নিয়মিত আয় নেই, তাদেরকে মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই টাস্কফোর্স মনে করে, মার্জিন ঋণ একটি ঝুঁকিপূর্ণ (রিস্কি) পণ্য এবং এতে বিনিয়োগকারীর নিয়মিত আয় না থাকলে ক্ষতির সম্ভাবনা থাকে।

সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টাস্কফোর্সের এই সুপারিশ তুলে ধরা হয়।

সংস্কার টাস্কফোর্সের মতে, মার্জিন ঋণের ইন্টারেস্ট সার্ভিসিং এবং মার্জিন কল মেটানোর জন্য বিনিয়োগকারীর আয় অবশ্যই থাকতে হবে। তাই পূর্বের নীতিমালার আলোকে, যার ইনকাম নেই তাকে মার্জিন ঋণ না দেওয়ার যে অবস্থান ছিল, তা আবারও সুপারিশ হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, বিনিয়োগকারীদের ঝুঁকিসচেতনতা বৃদ্ধির জন্য ‘রিস্ক অ্যাওয়ারনেস ডিসক্লোজার’ চালুর কথাও বলা হয়েছে।

টাস্কফোর্সের সুপারিশে আরও উল্লেখ করা হয়, কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিও যদি ১০ লাখ টাকার কম হয়, তবে তিনি মার্জিন ঋণ গ্রহণ করতে পারবেন না। এছাড়া, ঋণ গ্রহণের জন্য বিনিয়োগকারীর কমপক্ষে ৬ মাসের শেয়ারবাজারে অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যাংক ডিফল্টারদের মার্জিন ঋণ না দেওয়ার কথাও সুপারিশে বলা হয়।

সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপের সদস্য এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোংয়ের জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসারউদ্দীন এবং অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল আমিন।