
অনলাইন ডেক্স: কঙ্গোর বিসিয়ে খনি, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম টিন উত্তোলন কেন্দ্র, এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে খনির পরিচালনাকারী প্রতিষ্ঠান আলফামিন রিসোর্সেস। দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর খনির দিকে অগ্রসর হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর প্রভাব পড়েছে বৈশ্বিক টিন বাজারে। গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই)-এ টিনের দাম বেড়ে প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। শুক্রবার এলএমই-তে তিন মাসের সরবরাহ চুক্তিতে টিনের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি টন ৩৭ হাজার ১০০ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের ৮ জুনের পর সর্বোচ্চ মূল্য।
আলফামিন রিসোর্সেস ১৩ মার্চ এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে তারা অস্থায়ীভাবে খনির কার্যক্রম বন্ধ রেখেছে। ২০২৪ সালে বিসিয়ে খনি থেকে ১৭ হাজার ৩০০ টন টিন-ইন-কনসেনট্রেট উৎপাদিত হয়েছে, যা বিশ্বব্যাপী খনি থেকে আহরিত মোট টিন সরবরাহের প্রায় ৬ শতাংশ।
সূত্র: রয়টার্স, ইন্টারন্যাশনাল টিন অ্যাসোসিয়েশন