প্রতিবেদক: দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য উৎপাদনে সম্ভাব্য ক্ষতি বিবেচনায় নিয়ে নিরাপদ খাদ্যের মজুত বজায় রাখতে ৪ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)–র সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, “বর্তমানে দেশের নিরাপদ খাদ্য মজুত রয়েছে ১৩ দশমিক ৫০ লাখ টন, যা নভেম্বর পর্যন্ত হিসাব করে পর্যাপ্ত মনে করা হচ্ছে। তবে ভবিষ্যতে মজুত যাতে কমে না যায়, সে জন্য আগেভাগেই আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।”
সরকারি পর্যায়ের আমদানির পাশাপাশি বেসরকারি খাতকেও চাল আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষায়, বেসরকারি পর্যায়ে অতিরিক্ত আরও ৫ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হবে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত সরকারি মজুতে চাল, ধান ও গম মিলিয়ে মোট ১৮ দশমিক ৭৭ লাখ টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ ১৫ দশমিক ৫৩ লাখ টন।
এই উদ্যোগের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার রাখার পাশাপাশি বাজারে অস্থিরতা এড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার।