
প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর থেকে ও বন্দরের দিকে আজ সকাল থেকেই কনটেইনার পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে। কারণ, কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইম মুভার ট্রেইলার চালকরা আজ তাদের সংগঠনের দ্বিবার্ষিক নির্বাহী কমিটির নির্বাচনে অংশ নিচ্ছেন। এ উপলক্ষে চালকরা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ রেখেছেন।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন গতকাল এক ঘোষণায় জানায়, নির্বাচন উপলক্ষে আজ বন্দর, আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) ও বিভিন্ন জেলায় প্রাইম মুভার ট্রেইলার চলাচল স্থগিত থাকবে।
সকালে চট্টগ্রাম পোর্ট রিপাবলিক ক্লাবে শুরু হওয়া এই নির্বাচনে ২৫ সদস্যের নির্বাহী কমিটির জন্য ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ১০,৪৫২ জন, যাদের অধিকাংশই প্রাইম মুভার চালক।
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার জানান, সকাল থেকে বন্দর ও আইসিডির মধ্যে কোনো প্রাইম মুভার কনটেইনার পরিবহন করেনি। সাধারণ দিনে এই পথে গড়ে ৫ থেকে ৬ হাজার টিইইউ কনটেইনার পরিবহন হয়ে থাকে।
তবে এই চলাচল বন্ধে আইসিডি অপারেটররা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, শ্রমিকরা ভোট প্রদান করে পুনরায় কাজে ফিরতে পারত, কিন্তু পুরো দিনের জন্য কনটেইনার পরিবহন বন্ধ রাখা অপ্রয়োজনীয় ছিল।
ইউনিয়নের নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ বলেন, অনেক আইসিডি ভোটকেন্দ্র থেকে দূরে হওয়ায় দিনব্যাপী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দুপুর ২টার পর থেকে কিছু চালক আবার গাড়ি চালানো শুরু করবেন এবং এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।