নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয়, ভালো দিকও দেখা উচিত: সালেহউদ্দিন আহমেদ

প্রতিবেদক: অনেক তরুণ অর্থনীতিবিদ সরকারের ভালো পদক্ষেপগুলো উপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অনেক কনিষ্ঠ অর্থনীতিবিদ এখন নাকি কিছুই ভালো দেখেন না। কিন্তু দেখতে হলে অন্তর্দৃষ্টি দরকার। আর যদি দেখতে না চাই, তাহলে কিছুই দেখা যাবে না।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আয়কর, ভ্যাট ও কাস্টমস সংশ্লিষ্ট বাজেটের পরিবর্তনগুলো তুলে ধরতেই এ সেমিনার আয়োজন করে এনবিআর।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে সালেহউদ্দিন বলেন, ‘১৯৭০ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি। অনেকেই আমার ছাত্র, এমনকি বর্তমান গভর্নরও। আমাদের ভুল-ত্রুটি আছে, তবে ভালো দিকগুলো উৎসাহিত করলে ভালো লাগে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কেবল গ্লাসের খালি অংশ না দেখে অর্ধেকটা ভরা অংশটাও দেখুন। হ্যাঁ, ভুল আছে, আমরা সাধু না। তবে গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য, মনগড়া মন্তব্য নয়।

সেমিনারে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘কাস্টমসে কর ফাঁকির অনেক সুযোগ আছে, যা খতিয়ে দেখা হচ্ছে। আইন করে রাজস্ব বাড়ানো সম্ভব নয়, বাস্তবায়নই মুখ্য।’ তিনি জানান, সিগারেটের ওপর কর বাড়ানো হলেও রাজস্ব প্রত্যাশামতো বাড়েনি, কারণ অনেক বিদেশি সিগারেট অবৈধ পথে আসছে।

রাজস্ব ঘাটতি প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিবারই এনবিআরকে উচ্চ লক্ষ্যমাত্রা দেওয়া হয়। বড় লক্ষ্য না হলে অনেক দূর যাওয়া যায় না। এবার বাস্তবায়নের চেষ্টা থাকবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।