পরিবেশ ছাড়পত্র শর্তে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অনুমোদন

প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেকে অনুমোদন দিলেও প্রকল্পে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। মূলত পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আপত্তিতে এই শর্ত দেওয়া হয়েছে।

রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভার পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫১৯ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের মে মাস থেকে শুরু হয়ে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত। সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় ১০০ একর জমিতে ক্যাম্পাস নির্মাণ করা হবে। এর আগে গত মে মাসে একনেকে প্রকল্প পাস হয়েছিল, তবে পর্যালোচনার জন্য তা ফেরত পাঠানো হয়েছিল।

পরিবেশবিদ ও পানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রকল্প এলাকার অবস্থান চলনবিলের শেষ অংশে। এখানে মিলিত হয়েছে শতাধিক খাল, বিল, বড়াল নদীসহ অর্ধশতাধিক নদীর পানি, যা যমুনা নদীতে গিয়ে মিলিত হয়। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ হলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রকল্প এলাকায় আগে চারণভূমি ছিল। ২০১৮ সালে ভূমি মন্ত্রণালয় অকৃষি জমি হিসেবে ছাড়পত্র দিয়ে ভূমি অধিগ্রহণের অনাপত্তি সনদ দিয়েছে। তখন বলা হয়েছিল, পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে হবে। এখন সেই শর্ত পূরণের শর্তে প্রকল্প পাস হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় পুরো বিষয়টি মূল্যায়ন করবে।

একনেক বৈঠক সূত্রে জানা যায়, প্রকল্পটি একনেকের তালিকায় চার নম্বরে ছিল। প্রস্তাবনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আপত্তি তোলেন। দীর্ঘক্ষণ আলোচনা শেষে কয়েকজন উপদেষ্টা বলেন, পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে আপাতত প্রকল্পটি পাস করা হোক। ছাড়পত্র নেওয়ার জন্য দুই মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।

একনেক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। ওই সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদন করা হয়।