পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূত কার্যক্রমে ওয়ার্কিং কমিটি

প্রতিবেদক: পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এর আগে গত রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। একীভূত ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’।

কমিটির কাজ হবে ব্যাংকগুলোর একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা প্রণয়ন। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক ,ইউনিয়ন ব্যাংক ,এক্সিম ব্যাংক ,সোশ্যাল ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও উপসচিব ফরিদ আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ ও মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং একই বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান ও মোহাম্মদ নাজিম উদ্দীন। অফিস আদেশে বলা হয়েছে, সভায় উপস্থিতির জন্য কমিটির সদস্যরা বিধি মোতাবেক সম্মানী পাবেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনিয়ম ও দুর্নীতির কারণে সমস্যায় পড়া এই পাঁচ ইসলামি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো একীভূত হয়ে একটি ইসলামি ব্যাংক গঠন করবে, যার প্রাথমিক মূলধন হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা, আর বাকি অর্থ আসবে ঋণ থেকে।

এক্সিম ছাড়া বাকি চারটি ব্যাংক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী এস আলমের মালিকানায় ছিল। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন।

বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে পাঁচ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে শুনানি করেছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক কোনো আপত্তি ছাড়াই একীভূত হতে সম্মতি দিয়েছে। তবে এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক কিছুটা সময় চেয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “প্রথম দিন থেকেই বলে আসছি, একীভূত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। প্রস্তাবিত ব্যাংকটির মাধ্যমে সারা দেশে সাড়া ফেলে দেওয়া খুবই সম্ভব।”