
অনলাইন ডেক্স: রন হক সিকদারের মালিকানাধীন পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড-এর ৮৪৩ কোটি টাকা আদায়ের লক্ষ্যে সম্পত্তি নিলামের বিজ্ঞপ্তি দিয়েছে জনতা ব্যাংক। আজ (৯ জানুয়ারি) দেশের কয়েকটি শীর্ষ দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জুন পর্যন্ত পাওয়ার প্ল্যান্টটির ঋণ বাবদ জনতা ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৮৪২ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ৯০২ টাকা। ঋণ, সুদ ও অন্যান্য খরচ আদায়ের লক্ষ্যে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ১২ (৩) ধারায় এই নিলামের উদ্যোগ নেওয়া হয়েছে।
- দরপত্র জমা দেওয়ার শেষ সময়: ২৯ জানুয়ারি, দুপুর ৩টা।
- দরপত্র জমা দিতে হবে জনতা ব্যাংক করপোরেট শাখা, মতিঝিল অথবা প্রধান কার্যালয়ের প্রকৌশল বিভাগে।
- দরপত্র জমা দেওয়ার পর একই দিন উপস্থিত দরদাতাদের সামনে তা খোলা হবে।
- আগ্রহী নিলাম ক্রেতারা তফসিলভুক্ত জমি, অবকাঠামো ও মজুত মালামাল পরিদর্শনে ইচ্ছুক হলে জনতা ব্যাংক সেই ব্যবস্থা করবে।
সিকদার পরিবারের দুর্নীতির অভিযোগ
সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিকদার পরিবারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।
- ন্যাশনাল ব্যাংক: সিকদার পরিবারের নিয়ন্ত্রণে থাকাকালে ন্যাশনাল ব্যাংক ধ্বংসের মুখে পড়ে।
- ২০০৯ সালে ব্যাংকটির খেলাপি ঋণ যেখানে ৪০০ কোটি টাকার কম ছিল, তা বেড়ে ১২ হাজার কোটি টাকা ছাড়ায়।
- বর্তমানে ব্যাংকের বিতরণ করা ঋণের ২৯ শতাংশই খেলাপি।
- ব্যাংকের নিট লোকসান গত দুই বছরে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮২ কোটি টাকা।
- এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক তিন বছর ধরে ন্যাশনাল ব্যাংককে বড় অঙ্কের নতুন ঋণ দেওয়া বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, জনতা ব্যাংক এস আলম গ্রুপের দুই কোম্পানির (এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি ও এস আলম কোল্ড রোল্ড স্টিলস) প্রায় পৌনে চার হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য বন্ধক রাখা সম্পত্তি নিলামের উদ্যোগ নেয়।তবে এস আলম গ্রুপ এই নিলামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্টের ঋণ আদায়ে নেওয়া এই নিলাম প্রক্রিয়া এবং সিকদার পরিবারের দুর্নীতির অতীত রেকর্ড ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।