পিসিএএফ পদ্ধতিতে জলবায়ু ঝুঁকি প্রকাশে অগ্রণী ব্র্যাক ব্যাংক

প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বতন্ত্র আইএফআরএস ‘এস-১’ ও ‘এস-২’ প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ড (ISSB) প্রণীত এই আন্তর্জাতিক কাঠামো অনুসরণ করে তৈরি করা প্রতিবেদনে জলবায়ু ও টেকসই ঝুঁকি প্রকাশ করা হয়েছে।

এই প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংক শুধু বাংলাদেশেরই নয়, বিশ্বব্যাপী হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের একটি হিসেবে নতুন প্রবর্তিত আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করল। স্বচ্ছতা, জবাবদিহি, করপোরেট সুশাসন এবং ক্লাইমেট গভর্ন্যান্সের প্রতি ব্যাংকটির প্রতিশ্রুতিই এতে প্রতিফলিত হয়েছে।

২০২৩ সালে চালু হওয়া আইএফআরএস ‘এস-১’ ও ‘এস-২’ মানদণ্ড মূলত টেকসই উন্নয়ন এবং জলবায়ু–সম্পর্কিত আর্থিক তথ্য প্রকাশের জন্য একটি সমন্বিত কাঠামো দেয়। ব্র্যাক ব্যাংক স্বতঃস্ফূর্তভাবে এই কাঠামো অনুসরণ করে ২০২৪ সালের জন্য তাদের আর্থিক প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনের বিশেষ দিক হলো, এটি বৈশ্বিকভাবে স্বীকৃত পিসিএএফ  পদ্ধতি অনুসরণ করে ব্যাংকটির ফাইন্যান্সড নির্গমন  সংক্রান্ত তথ্য প্রকাশ করে। এই উন্নত পদ্ধতির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিমাপ করা হয়, যা উন্নয়নশীল দেশগুলোতে এখনো খুব একটা দেখা যায় না। ফলে, বাংলাদেশে এই প্রথম এ ধরনের স্বতন্ত্র প্রতিবেদন প্রকাশ একটি বড় মাইলফলক।

এই প্রতিবেদন ব্যাংকটির জলবায়ু কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সুশাসন সংক্রান্ত পদক্ষেপগুলো সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী এবং সচেতন গ্রাহকদের বিস্তারিত ধারণা দেবে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান বলেন,স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন হলো ব্র্যাক ব্যাংকের দায়িত্বশীল ব্যাংকিংয়ের মূলভিত্তি। এই প্রতিবেদন কেবল একটি প্রকাশনা নয়, এটি প্রমাণ করে যে আমরা শুধু মুনাফা নয়, পরিবেশসহ গুরুত্বপূর্ণ বিষয়েও সমান গুরুত্ব দিয়ে কাজ করছি।