
প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অধিকতর শক্তিশালী করতে একটি নতুন কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে গতকাল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএসইসিকে শক্তিশালী করা এবং দেশের পুঁজিবাজারের উন্নয়ন ত্বরান্বিত করাই এই কমিটির উদ্দেশ্য। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম (এফসিএমএ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা ও পুঁজিবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, যিনি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে—বিএসইসিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, পুঁজিবাজার উন্নয়নের কৌশল নির্ধারণ, বিশেষ করে প্রবাসী বন্ডের আকর্ষণ বাড়ানোর উদ্যোগ গ্রহণ, পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ও তদারকি জোরদারে নীতিগত সুপারিশ, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রাসঙ্গিক পরামর্শ প্রদান, তারল্য বৃদ্ধি, কর্পোরেট গভার্নেন্স উৎসাহিতকরণ এবং নতুন তালিকাভুক্তি ও আর্থিক উপকরণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।
কমিটির সদস্যরা বিএসইসির নির্ধারিত হারে মিটিং ভাতা পাবেন এবং প্রয়োজনে পুঁজিবাজার সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তি ও অংশীজনদের পরামর্শ গ্রহণ করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।