পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা, সরবরাহ বিঘ্নে দাম বৃদ্ধির আভাস

প্রতিবেদক: পেঁয়াজের দাম তিন দিনে কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সরবরাহে বিঘ্ন ঘটেছে, যা বাজারে দাম বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে অনেক ভোক্তা মনে করেন, ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই দাম বাড়াচ্ছেন।

রাজধানীর আগারগাঁও, তেজগাঁও কলোনী ও কারওয়ান বাজারে দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা, আর কম ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৭০ টাকায়। পাড়া-মহল্লার দোকানে দাম একটু বেশি, ৭৫ থেকে ৮০ টাকা পর্যন্ত। তিন দিন আগেও এসব পেঁয়াজ অন্তত ১৫ টাকা কম দামে পাওয়া যেত।

তবে দাম বাড়লেও, গত বছরের একই সময়ে পেঁয়াজের দাম ১০৫ থেকে ১২০ টাকা ছিল, তাই এখনো তুলনায় দাম অনেক কম। সরকারি সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, এক মাসের মধ্যে পেঁয়াজের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে, কিন্তু এক বছরে দাম কমেছে প্রায় ৩৩ শতাংশ।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে, তাই বাজারে যেটা বিক্রি হচ্ছে তা সব দেশি পেঁয়াজ। কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী এরশাদ আলী বলেন, বৃষ্টির কারণে গত কয়েক দিনে পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজের দাম ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। তিনি আশা করেন, এবারের উৎপাদন ভালো হওয়ায় দাম বেশি বাড়বে না।

আগারগাঁও কাঁচাবাজার থেকে ৭৫ টাকায় দুই কেজি পেঁয়াজ কেনা আসাদুল্লাহ মিয়া জানান, মাত্র কয়েকদিন আগে তিনি পেঁয়াজ কিনেছিলেন ৬০ টাকায়, এখন ১৫ টাকা বেশি দিতে হচ্ছে। তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে, বাজারের যথাযথ তদারকি না হলে ব্যবসায়ীরা দাম আরও বাড়াতে পারে।’