পেঁয়াজের বাজারে বড় দরপতন, চালের দাম চড়া

অনলাইন ডেক্স: দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় বাজারে বড় দরপতন হয়েছে। বর্তমানে ভালো মানের দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৪৫ টাকা এবং হাইব্রিড পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ এখন বাজারে প্রায় নেই বললেই চলে।

গত বছর এ সময়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০ থেকে ১৩০ টাকায় বিক্রি হলেও এবার তা অনেকটাই কমে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ ৩৬-৩৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা মহল্লায় কিছুটা বেশি দামে ৪০-৪৫ টাকায় পাওয়া যাচ্ছে।

পাইকারি ব্যবসায়ী খলিলুর রহমান জানান, ফরিদপুর ও পাবনার কৃষকদের কাছ থেকে তিনি প্রতি কেজি পেঁয়াজ ৩২ টাকা দরে কিনে বিক্রি করছেন। বাজারে পেঁয়াজের দরপতনে ভোক্তারা স্বস্তিতে থাকলেও কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

কমেছে ডিম ও মুরগির দাম

পবিত্র রমজান শুরুর পর ডিমের দামও কমেছে। প্রথম রোজায় প্রতি ডজন ১৩০ টাকায় বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১২০ টাকায়। তবে মহল্লার দোকানে কোথাও কোথাও ৫ টাকা বেশি রাখা হচ্ছে।

এছাড়া ব্রয়লার মুরগির দাম কমে ১৮০-১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৭০-২৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজার কিছুটা স্বস্তির, কিছু পণ্যের দাম চড়া

বেশিরভাগ সবজির দাম কমলেও উচ্ছে ও ঢ্যাঁড়শের দাম তুলনামূলক বেশি।

উচ্ছে ৭০-৮০ টাকা প্রতি কেজি, ঢ্যাঁড়শ ৭০-৯০ টাকা প্রতি কেজি ,অন্যান্য সবজি ৩০-৬০ টাকা,কাঁচামরিচ ৪০-৭০ টাকা,টমেটো ৩০-৩৫ টাকা

চালের বাজারে আমদানি শুল্ক কমানো হলেও দাম এখনো চড়া। বরং কিছু চালের দাম বেড়েছে।

মোটা চাল ৫০-৫৫ টাকা (গত এক মাস ধরে অপরিবর্তিত)।মাঝারি চাল ৫৮-৬৫ টাকা (কেজিতে ২ টাকা বেড়েছে) ,সরু চাল ৭২-৮৫ টাকা

বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে।

তেজকুনিপাড়ার ব্যবসায়ী রুবেল হোসেন জানান, কোম্পানিগুলো বোতলজাত তেল দিচ্ছে, তবে চাহিদার তুলনায় কম।