
অনলাইন ডেক্স: আমদানিকারক প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত চিনির কেজিতে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন থেকে বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকায়, যেখানে এর আগে দাম ছিল ১২৫ টাকা।
একই সঙ্গে খোলা চিনির দামও কমে হয়েছে ১১৮ টাকা প্রতি কেজি।
বুধবার চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা যায়। বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দাম কিছুটা কমে আসার ফলে স্থানীয় বাজারেও চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।