প্রথমবারের মতো দেড় লাখ টাকা ছাড়ালো সোনার ভরি

অনলাইন ডেক্স: দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট ১,৫১,২৮২ টাকা (বৃদ্ধি ১,৪৭০ টাকা)।২১ ক্যারেট ১,৪৪,৪০০ টাকা  (বৃদ্ধি ১,৩৯৯ টাকা)।১৮ ক্যারেট ১,২৩,৭৬৭ টাকা (বৃদ্ধি ১,১৯০ টাকা)।সনাতন পদ্ধতির ১,০১,৯৩২ টাকা (বৃদ্ধি ১,০১৫ টাকা)

চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে চতুর্থবারের মতো সোনার দাম বেড়েছে। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে ১,১৯৪ টাকা বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের সোনার ভরি দাঁড়িয়েছিল ১,৪৯,৮১২ টাকা।

বিশ্ববাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়ছে, ফলে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।