প্রতিবেদক: চলতি নভেম্বরে প্রবাসী আয়ের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাসের প্রথম ১৮ দিনে দেশে এসেছে ১৯০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেশি। গত বছরের নভেম্বরের প্রথম ১৮ দিনে প্রবাসী আয় ছিল ১৪৬ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫–২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২০৫ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৪০ কোটি ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৯ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৩৩ কোটি ডলার রেমিট্যান্স আসে। তার আগের ২০২৩–২৪ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার। শুধু গত দুই মাসেই আড়াই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছে, যা ধারাবাহিক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। এতে স্থানীয় মুদ্রার মান স্থিতিশীল রাখতে সুবিধা হচ্ছে এবং আমদানি ব্যয় মেটাতেও সহায়ক হচ্ছে। রেমিট্যান্স ভালো থাকায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ সম্প্রতি ৩২ বিলিয়ন ডলার ছাড়ায়। তবে বর্তমানে রিজার্ভ রয়েছে ৩১ বিলিয়ন ডলার।