প্রবাসী আয়ের প্রায় অর্ধেকই এসেছে ঢাকা বিভাগে

প্রতিবেদক: গত এপ্রিল মাসে দেশে প্রবাসী আয়ের প্রায় অর্ধেকই এসেছে ঢাকা বিভাগ থেকে—বাংলাদেশ ব্যাংকের এক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ—এপ্রিল ২০২৫’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে ঢাকা বিভাগে এসেছে ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট প্রবাসী আয়ের ৪৯.৫ শতাংশ।

প্রবাসী আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে এসেছে ০.৭৩ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ। তৃতীয় অবস্থানে আছে সিলেট বিভাগ, যার আয় ০.২৩ বিলিয়ন ডলার বা মোট আয়ের ৮.৭ শতাংশ।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলা থেকে—০.৯০ বিলিয়ন ডলার। এরপর রয়েছে চট্টগ্রাম (০.২১ বিলিয়ন ডলার), কুমিল্লা (০.১৩ বিলিয়ন ডলার) ও সিলেট (০.১১ বিলিয়ন ডলার)।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনিশ্চয়তার মধ্যেও প্রবাসী আয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এপ্রিল মাসে মোট প্রবাসী আয় ছিল ২.৭৫ বিলিয়ন ডলার, যা গত মার্চ মাসের তুলনায় ০.৫৪ বিলিয়ন ডলার বা ১৬.৪৯ শতাংশ কম। তবে ২০২৪ সালের এপ্রিলের তুলনায় এই আয় ০.৭০ বিলিয়ন ডলার বা ৩৪.৬৪ শতাংশ বেশি।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে মোট প্রবাসী আয় হয়েছে ২৪.৫৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৪১ বিলিয়ন ডলার বা ২৮.৩৪ শতাংশ বেশি।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, মূল্যস্ফীতি, ডলারের বিনিময় হারের অস্থিরতা এবং আমদানি ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে, ব্যাংকিং খাতে তারল্য বজায় রাখতে এবং বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমাতে কার্যকর ভূমিকা রাখছে।