প্রাণের ১৭ ট্রাক খাদ্যপণ্য ভারতের বিধিনিষেধে বুড়িমারীতে আটকা

প্রতিবেদক: ভারতের আমদানির বিধিনিষেধে আটকা পড়ল প্রাণের ১৭ ট্রাক খাদ্যপণ্য।ভারতের নতুন আমদানি বিধিনিষেধের কারণে বুড়িমারী সীমান্তে আটকে পড়েছে প্রাণ আরএফএল গ্রুপের ১৭টি ট্রাক, যেগুলোতে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ছিল। এসব ট্রাক গতকাল শনিবার বুড়িমারী সীমান্তে পৌঁছেছিল এবং আজ রোববার সকালে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পৌঁছানোর কথা ছিল। কিন্তু ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশের পোশাকসহ কিছু পণ্যের স্থলপথ আমদানিতে বিধিনিষেধ আরোপ করার পর থেকেই এই পণ্যগুলো সীমান্ত পার হতে পারছে না।

প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে জানান, ভারত সরকারের বিধিনিষেধের কারণে আটকা পড়া ট্রাকগুলোতে প্রায় সোয়া এক কোটি টাকার খাদ্যপণ্য ছিল। এই পরিস্থিতিতে তারা আটকা পড়া পণ্যগুলো ফিরিয়ে আনছে এবং নতুন করে কোনো পণ্য স্থলপথে পাঠানোর উদ্যোগ নেয়নি। কামাল আরও জানান, পুরো পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।