
প্রতিবেদক: ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের সুদের হার কমানোর ইঙ্গিতের জেরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে। শুক্রবার ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচক ৯০০ পয়েন্টের বেশি বেড়ে নতুন অন্তর্বর্তীকালীন রেকর্ড গড়েছে। একই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে প্রায় দেড় শতাংশ এবং নাসডাক সূচক বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ।
বাজার বিশ্লেষকেরা বলছেন, পাওয়েলের সতর্ক আশাবাদী বার্তা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। এক বছর আগে তাঁর কঠোর অবস্থান বিনিয়োগকারীদের চাপে ফেলেছিল; তবে এবার নমনীয়তার সংকেত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
শেয়ারবাজারে এই উত্থানে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদমূল্যও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফোর্বসের তালিকা অনুযায়ী, শীর্ষ ১০ ধনীর সম্পদবৃদ্ধি হলো—
ইলন মাস্ক (টেসলা) – সম্পদ বেড়েছে ১,১২০ কোটি ডলার, মোট সম্পদ এখন ৪১,৯২০ কোটি ডলার।ল্যারি এলিসন (ওরাকল) – সম্পদ বেড়েছে ৪৪০ কোটি ডলার, মোট সম্পদ ২৮,২০০ কোটি ডলার।মার্ক জাকারবার্গ (মেটা) – সম্পদ বেড়েছে ৫৪০ কোটি ডলার, মোট সম্পদ ২৬,০৩০ কোটি ডলার।
জেফ বেজোস (অ্যামাজন) – সম্পদ বেড়েছে ৬১০ কোটি ডলার, মোট সম্পদ ২৪,০৭০ কোটি ডলার। ল্যারি পেজ (অ্যালফাবেট) – সম্পদ বেড়েছে ৪৯০ কোটি ডলার, মোট সম্পদ ১৭,৩০০ কোটি ডলার।সের্গেই ব্রিন (অ্যালফাবেট) – সম্পদ বেড়েছে ৪৫০ কোটি ডলার, মোট সম্পদ ১৬,১০০ কোটি ডলার।
জেনসেন হুয়াং (এনভিডিয়া) – সম্পদ বেড়েছে ২৬০ কোটি ডলার, মোট সম্পদ ১৫,৪৯০ কোটি ডলার।স্টিভ বালমার (মাইক্রোসফট সাবেক প্রধান) – সম্পদ বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার, মোট সম্পদ ১৫,৩৩০ কোটি ডলার।বার্নার্ড আর্নল্ট ও পরিবার (এলভিএমএইচ) – সম্পদ বেড়েছে ২৯০ কোটি ডলার, মোট সম্পদ ১৫,০৯০ কোটি ডলার। ওয়ারেন বাফেট (বার্কশায়ার হ্যাথাওয়ে) – সম্পদ বেড়েছে ২৬ কোটি ৩০ লাখ ডলার, মোট সম্পদ ১৪,৬২০ কোটি ডলার।
বিশ্লেষকেরা মনে করছেন, ফেডের নীতিগত পরিবর্তনের সম্ভাবনা শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে নতুন প্রবণতা তৈরি করতে পারে। তবে সুদের হার কতটা ও কখন কমানো হবে—তা নিয়েই এখন বিনিয়োগকারীদের দৃষ্টি।