
অনলাইন ডেক্স: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে। এতে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার পাশাপাশি অনেকে বিপাকে পড়ছেন। এসব সমস্যা সমাধানে মেটা ‘কমিউনিটি নোটস’ চালুর উদ্যোগ নিয়েছে।
আগামী ১৮ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে এই নতুন সুবিধা চালু করা হবে। তবে প্রাথমিকভাবে সাধারণ ব্যবহারকারীরা নোটস প্রকাশ করতে পারবেন না।
মেটার তথ্যানুসারে, প্রচলিত তথ্য যাচাই পদ্ধতির পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ চালু করতে কাজ চলছে। এই সুবিধা চালু হলে—নির্বাচিত ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকা ভুয়া তথ্য বা সংবাদ চিহ্নিত করে মেটাকে জানাতে পারবেন।
ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর মেটা তথ্য পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।এর ফলে দ্রুত ভুয়া তথ্য শনাক্ত করে তা মুছে ফেলা সম্ভব হবে।
এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে—২০১৬ সালে তথ্য যাচাই কর্মসূচি চালুর সময়ই আমরা স্পষ্ট করেছিলাম, সত্য নির্ধারণের দায়িত্ব আমাদের নয়।তথ্য যাচাইয়ের জন্য আমরা বিশেষজ্ঞ ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সহায়তা নিয়েছিলাম। তবে যুক্তরাষ্ট্রে এটি প্রত্যাশিতভাবে কাজ করেনি। কারণ, বিশেষজ্ঞদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও পক্ষপাত থাকতে পারে। তাই নতুন এ সুবিধা চালু করা হচ্ছে।
কমিউনিটি নোটসে কন্ট্রিবিউটর হিসেবে যুক্ত হওয়ার জন্য এরই মধ্যে প্রায় ২ লাখ ব্যবহারকারী আবেদন করেছেন।তবে শুরুতে সবাই নোটস লিখতে বা রেটিং দিতে পারবেন না। ধাপে ধাপে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীকে এই কার্যক্রমে যুক্ত করা হবে।প্রাথমিকভাবে এটি ইংরেজি, স্প্যানিশ, চীনা, ভিয়েতনামীয়, ফরাসি ও পর্তুগিজ ভাষায় চালু করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রতিরোধে ‘কমিউনিটি নোটস’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মেটার নতুন এ উদ্যোগ তথ্য যাচাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ