
প্রতিবেদক: দেশে কাঁচা মরিচ উৎপাদনের অন্যতম প্রধান এলাকা বগুড়ায় গত দুই সপ্তাহে এর দাম প্রায় দ্বিগুণ হয়েছে। একইভাবে বেড়েছে অন্যান্য সবজির দামও। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, অনাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে মাঠের ফসল নষ্ট হওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থান হাটে দেশি কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৮০ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ৮০ টাকা। এর মধ্যবর্তী সময়কালে দাম ২৫০ টাকাও ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে কিছুটা কমলেও এখনো বাজার স্থিতিশীল নয়। ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচও বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজিতে।
স্থানীয় পাইকারি বিক্রেতারা জানান, চলতি মৌসুমে অনিয়মিত বৃষ্টিপাতের কারণে মরিচসহ বিভিন্ন সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এ কারণে পাইকারি ও খুচরা—দুই পর্যায়েই দাম বেড়েছে।
বগুড়ার রাজাবাজারের ব্যবসায়ী পরিমল প্রসাদ বলেন, “বৃষ্টির কারণে মরিচের খেত নষ্ট হয়ে গেছে। উৎপাদন কমে যাওয়ায় সরবরাহেও টান পড়েছে। তাই দাম বেড়েছে। তবে সরবরাহ বাড়লে দাম আবার কমবে।”
মহাস্থান হাটে অন্যান্য সবজির দামেও চড়াভাব দেখা গেছে। গতকাল পাইকারি পর্যায়ে প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ৫০ টাকায়, বরবটি ৪২ টাকায় এবং দেশি শসা ৬৫ টাকায়। অথচ দুই সপ্তাহ আগে এসব সবজি যথাক্রমে ৩০, ২৫ ও ৪০ টাকায় বিক্রি হতো।
এ ছাড়া মুলা, কচুর লতি, কচুমুখী, লাউ, চাল কুমড়া, বেগুন, পেঁপে ও মিষ্টিকুমড়াসহ বেশিরভাগ সবজির দামই বেড়েছে।
মহাস্থান হাটের পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, “এই হাটে দিনে গড়ে ২০ ট্রাক সবজি আসে। কিন্তু গত কয়েক দিনে মাত্র ১০ ট্রাক সবজি এসেছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।”